Loading...
ডা. মো. জামসেদ আলম
লেখকের জীবনী
ডা. মো. জামসেদ আলম (Dr. Md. Jamshed Alam)

ডা. মো. জামসেদ আলম চিকিৎসক, গবেষক, সংগঠক ও শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ ডা. মোঃ জামশেদ আলম ১৯৭১ সালে মেডিকেলের ছাত্র থাকাকালীন ১১ নং সেক্টরে, সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশে ও বিদেশে তাঁর বর্নাঢ্য কর্মময় জীবন । স্রোতের বিপরীতে গিয়ে, চাকচিক্যময় শহুরে জীবন ছেড়ে নিজ গ্রাম সাহেবদি নগরের উন্নয়নে মনোনিবেশ করেছেন ২০০২ সাল থেকে। তাঁকে বলা হয় মিরসরাইয়ে শিক্ষা ও স্বাস্থ্যখাতে পরিবর্তনের আলোকবর্তিকা। প্রিয় জন্মস্থান সাহেবদী নগর (মীরসরাই, চট্টগ্রাম) এর গণ্ডি পেরিয়ে নিজ উপজেলা এমনকি আঞ্চলিক ও জাতীয় পরিমণ্ডলে পরিচিত এক নাম ডা. মো. জামসেদ আলম। ধৈর্য্য, উদারতা, সহনশীলতা, মেধা, অধ্যবসায়, দানশীলতা, কর্ম উদ্দীপনা, পরোপকারীতা, বিনয়, মননশীলতা, অনাড়ম্বরতা, দূরদর্শিতা ইত্যাদি গুণাবলীর সমাহার ঘটেছে তাঁর মধ্যে।