মামুন ম. আজিজ জন্ম পরবর্তী অধিকাংশ সময়ই কেটেছে ঢাকায়। তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী পেশাগত জীবনের মাঝে যৎসামান্য অবসরের পুরােটাই প্রায় ব্যয় করেন সাহিত্যচর্চা আর ভ্রমণে। ২০০৬ সালে প্রথম প্রকাশিত হয় পথিকের পথে পথে স্বপ্ন’ শীর্ষক কবিতার বই । পরের বছর প্রকাশিত হয় দ্বিতীয় কবিতার বই ‘ধুলাে তাে উড়বেই। ঋতান্ত, ‘তথাপি’, ‘উদ্ঘুট্টি' এবং প্রান্তিক বাঁকে বিম্বিত দৃশ্যাবলী নামে চারটি গল্প সংকলনও প্রকাশিত হয়েছে। প্রকাশিত উপন্যাস ‘প্রতীতি’ এছাড়াও সম্পাদনা করেছেন ভাষাচিত্র থেকে প্রকাশিত নৈঃশব্দ্যের শব্দযাত্রা’ এবং নৈঃশব্দ্যের উচ্চারণ’ নামে দু'টি গল্প সংকলন । সম্পাদনা সহযােগী হিসেবে কাজ করেছেন ‘আলাে ও ছায়া’ সাহিত্য পত্রিকায় । বর্তমানে তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ‘সংকাশ’ লেখক সংগঠনের ছােট কাগজ সংকাশ। অনলাইনে বিভিন্ন বাংলাভাষার ব্লগেও রয়েছে তার সরব পদচারণা। সাহিত্যের বিভিন্ন শাখায় লেখার প্রয়াস খুঁজলেও মূলত তিনি ছােট গল্প এবং কবিতা লেখাতেই স্বাচ্ছন্দ্যবােধ করেন।