Loading...
শ্রী শ্রী পরমহংস যোগানন্দ
লেখকের জীবনী
শ্রী শ্রী পরমহংস যোগানন্দ (Shree Shree Paramhansa Yogananda)

জন্ম: জানূয়ারি ৫, ১৮৯৩ - মৃত্যূ: মার্চ ৭ ১৯৫২) একজন ভারতীয় যোগী এবং গুরু। তিনি তাঁর রচিত বই অটোবায়োগ্রাফি অফ এ যোগীর মাধ্যমে পাশ্চাত্য সমাজকে ধ্যান এবং ক্রিয়া যোগের শিক্ষা দিয়েছিলেন। যোগানন্দের পূর্ব নাম ছিল মুকুন্দলাল ঘোষ। তিনি ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কলাবিদ্যা নিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাস করেন। তিনি শ্রীরামপুর কলেজ থেকে ধর্মীয় বিদ্যায় স্নাতক হন।

শ্রী শ্রী পরমহংস যোগানন্দ এর বইসমূহ