Loading...
সালাউদ্দিন গাজী
লেখকের জীবনী
সালাউদ্দিন গাজী (Salauddin Gazi)

সালাউদ্দিন গাজী, ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম। পিতা ডাক্তার। আব্দুল জব্বার দক্ষিণ চট্টগ্রামের প্রথম মুসলিম এম বি (১৯২৮) ডাক্তার । সাত ভাই পাঁচ বােনের মধ্যে পিতার সপ্তম সন্তান। চট্টগ্রাম শহরেই জন্ম এবং লেখাপড়া চট্টগ্রাম মিউনিসিপাল হাই স্কুল এবং চট্টগ্রাম কলেজ, বিজ্ঞানে স্নাতক । ব্যাংকার হিসাবে কর্ম জীবন শুরু ১৯৬৮ সালে ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে যা পরে কিনা পূবালী ব্যাংক নামে পরিচিতি পায়। পরবর্তীতে ১৯৮৫ সালে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিঃ এ চলে আসেন এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে অবসর গ্রহণ করেন। ব্যাংকের কার্য উপলক্ষে আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড আরব আমিরাত ও চীন সফর করেন। ২০০৭-৮ সালে বিটিআরসি-তে সিনিয়র কনসাল্টেন্ট ফাইনান্স হিসাবে কর্মরত ছিলেন। অবসর জীবনে ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক হিসাবে। ২০০৯ সালে দুবাইতে ব্যাংকিং ও হাউজিংয়ের উপর এবং লন্ডনে স্টক এক্সচেঞ্জ ও ব্যাংকিংয়ের উপর সফলভাবে মেলার আয়ােজন করেন। সামাজিক জীবনে লায়ন্স ক্লাব, গুলশান অল কমিউনিটি ক্লাব, কুমিল্লা ক্লাব এবং চট্টগ্রাম সিমিতি-ঢাকা, জমিয়াতুল ফালাহ চট্টগ্রাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সােসাইটি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন সক্রিয় সদস্য।

সালাউদ্দিন গাজী এর বইসমূহ