Loading...
মোহাম্মদ আবদুল মান্নান (ফরিদপুর)
লেখকের জীবনী
মোহাম্মদ আবদুল মান্নান (ফরিদপুর) (Mohammad Abdul Mannan (Foridpur))

মােহাম্মদ আবদুল মান্নান ১৯৩৫ সালের ২ এপ্রিল তৎকালীন ফরিদপুর জেলার পাংশা থানার অন্তর্গত চরপাতুরিয়া গ্রামের এক সম্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মৌঃ মােহাম্মদ আবদুল খালেক বিশিষ্ট বিদ্যোৎশাহী, শিক্ষানুরাগী, সমাজসেবী এবং শ্রদ্ধাস্পদ শিক্ষক হিসাবে বিশেষভাবে পরিচিত ' ছিলেন। মাতা, অলংকারপুর গ্রামের মােল্লা বাড়ির কন্যা মরহুমা সৈয়েদুন্নেসা বেগম অল্প বয়সেই ইন্তেকাল করেন। তিনি স্থানীয় মৃগী হাইস্কুল থেকে ১৯৫৫ সালে মেট্রিক পাশ করেন এবং মাগুরা কলেজ, মাগুরা ও কুষ্টিয়া কলেজে আইএ ও বিএ অধ্যায়ন করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেন। তিনি সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং ১৯৯৮ সালে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার পদ থেকে অবসর গ্রহণ করেন। সরকারি চাকরিতে দায়িত্বশীল পদে কর্মরত থাকা সত্ত্বেও তিনি সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিলেন। স্বাধীনতার পূর্বকাল থেকেই তার কবিতা ও প্রবন্ধ দৈনিক পত্রিকাসমূহে প্রকাশিত হয়েছে। তিনি বাংলা একাডেমি, ঢাকা-এর সদস্য ছিলেন।। লেখক সনেট, ছড়া, শিশুতােষ কবিতা লিখে খ্যাতি লাভ করছেন। তার প্রকাশিত কবিতাগ্রন্থগুলির মধ্যে সনেট ও অন্যান্য কবিতা ‘প্রদোষ তীর্থে রঙধনু’ একগুচ্ছ সনেট’ ‘সনেট পংক্তিমালা’ সর্বাধিক পরিচিত। এতদ্ব্যতীত বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লেখকদের নিয়ে প্রদর্শিত ২০টি যৌথ কবিতাগ্রন্থে তার লেখা স্থান পেয়েছে।।