Loading...
ড. সা’দত হুসাইন
লেখকের জীবনী
ড. সা’দত হুসাইন (Dr. Shadat Hussain)

ড. সা'দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নােয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম একেএম আমিন উল্লাহ ও মাতা মরহুম হালিমা খাতুন। তিনি ম্যাট্রিকুলেশন ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় স্থান লাভ করে উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৭ সালে তিনি আমেরিকার বােস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৯ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যােগদান করেন। ১৯৭২ সালে জামালপুরের মহকুমা প্রশাসক হিসাবে যােগদানের পূর্বে তিনি লাহাের সিভিল সার্ভিস একাডেমী থেকে প্রশাসনিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সরকারী চাকরিতে বিভিন্ন মন্ত্রনালয়, দফতর ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক, প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বাের্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত ছিলেন। সর্বশেষে তিনি সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সরকারী চাকরি থেকে অবসর গ্রহণের পর ড. হুসাইন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। ইতােমধ্যে তিনি একজন লেখক, গবেষক এবং বিশ্লেষক হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন। নবসৃষ্ট বা দুর্বল সংগঠনকে সুসংহত ও সু-প্রতিষ্ঠিত করে দেয়া তাঁর একটি নেশা।