Loading...
সাদিয়া নাসরিন
লেখকের জীবনী
সাদিয়া নাসরিন (Sadia Nasrin)

সাদিয়া নাসরিন। জন্ম ২২ ফেব্রুয়ারি, ১৯৭৯, কক্সবাজারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেছেন। কর্মজীবনে নারী ও শিশু অধিকার সুরক্ষায় কাজ করেছেন আন্তর্জাতিক ও জাতীয় উন্নয়ন সংস্থায়। বর্তমানে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ‘সংযােগ বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাদিয়া নাসরিন মূলতঃ নারীবাদী লেখক এবং অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত হলেও, কবিতাতে নিজের মতােই সহজ এবং সাবলীল। চন্দ্রভান’ তার তৃতীয় কাব্যগ্রন্থ। লেখকের অন্যান্য বই ‘দাস জীবনের মালিক, নারী? (নারীবাদ বিষয়ক কলাম সমগ্র)-২০১৭ ‘নারীবাদ: নির্মাণে নির্বাণে’ (নারীবাদ বিষয়ক কলাম সমগ্র)-২০১৮ ‘বাহাস' (কাব্যগ্রন্থ)-২০১৮ ‘তবুও জীবন জ্বলে' (কাব্যগ্রন্থ)-১৯৯৯