Loading...
সাজনুল সায়েফ
লেখকের জীবনী
সাজনুল সায়েফ (Sajnul Sayef)

লেখালেখি তাঁর শখ,তাঁর অভ্যাস। কথায় কথায় কবিতা বানিয়ে ফেলেন,ভাবতে পছন্দ করেন,মানুষের জীবন নিয়ে লিখতে ভালোবাসেন, গল্প বলতে তেমন পারেন না কিন্তু গল্প আর কাহিনী ভালোই লিখতে পারেন। বলছিলাম, সাজনুল সায়েফ এর কথা। তাঁর পুরো নাম সৈয়দ সাজনুল হায়দার সায়েফ, পৈতৃক ভিটা নোয়াখালীর সেনবাগ উপজেলায়,পিতা সৈয়দ দিলদার আহমেদ স্বপন। মা সুলতানা আক্তার মমতা।তাঁর এক ছোট ভাই সৈয়দ মাইনুল বাহার তায়েফ ও এক বড় বোন সৈয়দা সাবরিনা সুলতানা লামিয়া। সাজনুল সায়েফ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম থেকে । ছোটবেলা থেকেই লেখালেখি টা কে অভ্যাস ও শখে পরিনত করে নিয়েছেন সাজনুল সায়েফ, তাঁর প্রথম কাব্যগ্রন্থ,ভীতু ভুতুর কাব্য প্রকাশিত হয় ২০২০ সালে। "আদুরী" সাজনুল সায়েফ এর-লিখা প্রথম গল্পগ্রন্থ। তাঁর ইচ্ছা, সাহিত্যের সব ক্ষেত্রে অবদান রাখা।

সাজনুল সায়েফ এর বইসমূহ