Loading...
শাফাত খৈয়াম
লেখকের জীবনী
শাফাত খৈয়াম (Safat keiam)

শাফাত খৈয়ামের জন্ম ১৩ জুলাই ১৯৫৬, বিক্রমপুর। বাবা শফিউদ্দিন আহমেদ ছিলেন খ্যাতনামা আইনজীবী। মা উম্মে সালমা খাতুন ছিলেন স্কুলের শিক্ষিকা । বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি অর্জন করেন ১৯৮০ সালে। তারপর সৌদি ন্যাশনাল গার্ডের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গীতিকার হিসেবেই তিনি সুপ্রতিষ্ঠিত। কিন্তু কবিতা লেখার মধ্য দিয়েই সত্তর দশকের শুরুতে তাঁর সাহিত্যজগতে আবির্ভাব। গীতিকার হিসেবে তিনি বাংলাদেশ বেতারে ১৯৭৮ ও বাংলাদেশ টেলিভিশনে ১৯৮০ সালে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি বিশেষ তথা সর্বোচ্চ শ্রেণীর গীতিকার। তিনি বাংলাদেশ গীতিকবি সংসদের একটানা দশ বছর সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি এই সংগঠনের সহ-সভাপতি। তিনি সম্পাদনা করেছেন- সূর্যশপথ (একুশ ১৯৬৯), একুশের গান (১৯৮৪), চেতনায় একুশ (১৯৮৫), গানের ভুবনে গীতিকবি এস এম হেদায়েত (১৯৮৮), সংগীতের কৃতীজন (২০১০)। বর্তমানে তিনি ব্যবসা ও লেখালেখির সঙ্গে যুক্ত।

শাফাত খৈয়াম এর বইসমূহ