Loading...
মারুফ মুহাম্মাদ
লেখকের জীবনী
মারুফ মুহাম্মাদ (Maruf Muhammad)

২৩ জানুয়ারি, ১৯৯৮ সালে ঢাকায় আমার জন্ম। বাবা : মোঃ আসগর আলী, মা : রেখা পারভীন। আমি পড়াশোনা করছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির প্রতি ভালোবাসা আমার শৈশব থেকে। একটুখানি সময় পেলেই নতুন নতুন গল্পের ভাবনায় ডুবে যেতাম। সাহিত্যের প্রতি এই তীব্র অনুরাগ আমাকে একটু একটু করে ভাবতে শিখিয়েছে। সেই ভাবনাগুলোকে পরবর্তীতে তুলে এনেছি শাদা কাগজের পৃষ্ঠায়। আমি নিজের মত করে, সহজ সরল ভাষায় এই গল্পগুলোকে পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই। পাঠকদের প্রতি আমার আজন্ম ঋণ। ভালোবাসার ঋণ। এই ভালোবাসাই আমার লেখালেখির মূল অনুপ্রেরণা।

মারুফ মুহাম্মাদ এর বইসমূহ