নূর আঁখি, জন্ম ও বেড়ে ওঠা এই নগরে। সরল, সাধারণ ও স্বল্পভাষী মানুষ। কবিতা লেখার চেয়ে গােটা জীবনটাকেই কবিতা ভাবা এই মানুষটার লেখালেখি শুরু মেয়েবেলায়। পত্রিকায় ছড়া ও কবিতা লেখার মাধ্যমে। বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে গল্প ও প্রবন্ধ। এবার যােগ হলাে প্রথম কাব্য গ্রন্থ - আমি শুধুই ভালাে আছি। ভালাে থাকা একটা আপেক্ষিক ব্যাপার। ভালাে আছি বলতে পারে। ক'জনে? সেখানে শুধুই ভালাে থাকা। মানে একেবারে বিশুদ্ধ প্রেমের মতই। বিশুদ্ধ যাতনা ভরা ভালাে থাকা!