Loading...
সৈয়দ আসাদুজ্জামান সুহান
লেখকের জীবনী
সৈয়দ আসাদুজ্জামান সুহান (Syed Asaduzzaman Suhan)

সৈয়দ আসাদুজ্জামান সুহান: (জন্মঃ ৫ জুলাই ১৯৮৫)। তিনি একজন মুক্তমনা প্রগতিশীল লেখক, সংগঠক ও সমাজকর্মী। লেখালেখিতে সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করে ইতিমধ্যে সাহিত্য অঙ্গনে প্রতিভাবান তরুণ লেখক হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন। তার লেখা কলাম, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ ফিচার, ছোট গল্প, রম্য গল্প, শিশুতোষ গল্প, কবিতা ও ছড়া নিয়মিতভাবে ‘প্রথম আলো', 'কালের কণ্ঠ', 'বাংলাদেশ প্রতিদিন’, ‘যুগান্তর’, ‘ডেইলি স্টার', ‘ডেইলি সান’, “কালি ও কলম ও ‘সাপ্তাহিক সহ দেশের সবগুলো শীর্ষস্থানীয় পত্রপত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি মূলধারার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘আমাদের গল্পকথা'র প্রতিষ্ঠাতা পরিচালক। উক্ত সংগঠনের পাক্ষিক সাহিত্য পত্রিকা 'আমাদের গল্পকথা'র প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। লোক গবেষণায় দীর্ঘ এক যুগ ধরে কাজ করে যাচ্ছেন। পুঁথি সাহিত্য, পুঁথি পাঠকদের তথ্য ও নাগরী লিপি সংগ্রহের কাজে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সরজমিনে কাজ করছেন। ছাত্র জীবনে ব্যান্ড সঙ্গীত ও মঞ্চ নাটকের জগতে ছিল তার অবাধ বিচরণ। এছাড়াও তিনি একজন বিতার্কিক ছিলেন। ২০০৭ সালে বিটিভি এবং ২০০৮ সালে এটিএন ও চ্যানেল আই-তে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি ছাত্র জীবন থেকে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। বর্তমানে ফ্রিলান্সার সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তিনি আমেরিকার নিউইয়র্কে বসবাস করেন। তার পৈত্রিক নিবাস হবিগঞ্জ জেলা শহরের পার্শবর্তী পশ্চিম ভাদৈ গ্রামে অবস্থিত। তার পিতা সৈয়দ শফিকুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা সামছুন নাহার বেগম একজন গৃহিণী। তার এক ছেলে ও দুই বোন, তিনি তাদের মধ্যে সর্বকনিষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী সৈয়দা ইয়াসমিন আরা একজন লেখিকা এবং বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।

সৈয়দ আসাদুজ্জামান সুহান এর বইসমূহ