Loading...
মোহাম্মদ ইশতিয়াক জাহান
লেখকের জীবনী
মোহাম্মদ ইশতিয়াক জাহান (Mohammad Estiak Jahan)

Mohammad Estiak Jahan মোহাম্মদ ইশতিয়াক জাহান এর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চৈতনকান্দা গ্রামে। তিনি ‘দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (U.AP)' থেকে কমপিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (B.Sc. in CSE) বিষয়ে ১ম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং 'নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU)' থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (MS in ETE) বিষয়ে ১ম শ্রেণিতে মাস্টার্স ডিগ্ৰী অর্জন করেন। তিনি Mikrotik Router কনফিগারেশনসহ ব্যান্ডউইডথ ম্যানেজমেন্টের ওপর কাজ করেছেন। প্রোগ্রামার পদে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি বর্তমানে সিস্টেম এনালিস্ট পদে কাজ করছেন। এছাড়াও ট্রেনিং প্রতিষ্ঠানে Codeigniter, PHP, MySQL, CSS, Joomla!, WordPress, Windows Server Networking ইত্যাদি বিষয়ে প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন। তিনি মাইক্রোসফট সার্টিফাইড টেকনােলজি স্পেশালিস্ট (MCTS) সনদপ্রাপ্ত। লেখকের ‘অনলাইন ফোরাম” এবং ‘ওয়ার্ডপ্রেস’ বই দুটি ব্যাপক সাড়া জাগিয়েছে। বই এর পাশাপাশি তিনি বাংলা আইটি ম্যাগাজিন ‘সি-নিউজ" এ বিভিন্ন বিষয়ের উপর বেশ কয়েক বছর লিখেছেন। এছাড়া তিনি “কমপিউটার জগৎ' এ নিয়মিত লিখছেন।