জো সিম্পসন একজন অভিজ্ঞ পর্বতারোহী। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য আর দর্শনে এমএ ডিগ্রি অর্জন করবার পর পুরোদস্তুর পর্বত আরোহণে আত্মনিয়োগ করেছেন। পেরুতে অভিযান চালিয়েছেন, এরপর দুর্ঘটনা সামলে পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় আরও তিনটি অভিযানে অংশ নিয়েছেন। ১৯৯০ সালের বসন্তে অভিযান চালিয়েছেন নেপালের খুম্বু অঞ্চলে, এভারেস্টের নিকটবর্তী ২২,৫০০ ফুট উচ্চতার আমা দাবলাম শৃঙ্গে । তিনি প্যারাগ্লাইডিংয়ে দক্ষ, উড়েছেন আল্পস আর হিমালয় অঞ্চলে । গ্রিন পিসের একজন কর্মী হিসেবে ব্রিটেন, অস্ট্রিয়া আর জার্মানিতে পর্বতারোহণের মাধ্যমে বহু প্রতিবাদে অংশ নিয়েছেন।