Loading...
শরীফ মোহাম্মদ খান
লেখকের জীবনী
শরীফ মোহাম্মদ খান (Shorif Mohammod Khan)

শরীফ মোহাম্মদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ ছাত্রলীগের মুখপত্র ইশতেহার-এ লেখার মাধ্যমে তাঁর লেখালেখি শুরু। বিভিন্ন জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে তাঁর অনেক প্রবন্ধ/নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসদের কেন্দ্রীয় ও স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি ছাত্র ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। শরীফ মোহাম্মদ খান বাংলাদেশের রাষ্ট্রীয়-সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া বিষয়ে দীর্ঘদিন থেকে গভীর আগ্রহী। ঔপনিবেশিক শাসনকাঠামো সংস্কারের প্রয়োজনে প্রতিনিধিত্বমূলক নতুন প্রথা ও প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে তিনি কেবল একজন চিন্তক নন, বাস্তব রাজনীতির সক্রিয় সংগঠক হিসেবেও কাজ করেছেন। রাজনীতির কাঠামোগত পরিবর্তনের জন্য তিনি সারা বিশ্বের রাজনৈতিক প্রতিষ্ঠান ও কাঠামো নিয়ে বিস্তৃত অধ্যয়ন করেছেন। এ অধ্যয়নসূত্রে জাট্রুড হার্টম্যান-এর The Making of a Democracy গ্রন্থটি তিনি অনুবাদ করেন। এরই ফসল একটি গণতন্ত্র তৈরির কাহিনি। এই অনুবাদ গ্রন্থে শরীফ মোহাম্মদ খানের ইতিহাসনিষ্ঠা ও বিস্তৃত পাঠ এবং অনুবাদ-দক্ষতার পরিচয় পাওয়া যায়। এক সময়ের তুখোড় রাজনৈতিক সংগঠক শরীফ মোহাম্মদ খান অনুবাদেও তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। আশা করি, বইটি পাঠকের প্রত্যাশা পূরণ করবে।