Loading...
উমর বিন মুত্তালিব
লেখকের জীবনী
উমর বিন মুত্তালিব (Omar bin Muttalib)

কবি উমর বি'ন মুত্তালিব বাংলা কথা-সাহিত্যে এক নিত্য ধরার সংযোগ।তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার দরগাকান্দা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২০০২ সালের ১২ এপ্রিল তিনি জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মুত্তালিব মোল্লা (মুন্সি) ও মাতার নাম মোসম্মৎ হালিমা বেগম। পিতা-মাতার সংসারে ছয় ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।(সবার ছোট) অবশ্য তারা এখন পাঁচ ভাই।তাঁর একটি ভাই তিন বছর পূর্বে রমজান মাসের ২৭ রোজায় একটি মর্মান্তিক দূর্ঘটনায় মারা যায়।নাম কবি আব্দুর রহমান আজাদ (রহিঃ)। তিনিও নরসিংদী জেলার একজন বিখ্যাত কবি ছিলেন।অকালেই তিনি কলি থেকে বলি হয়ে ঝরে গেলেন।রব্বে কারীম ওনাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুক। আমিন ইয়া রব। এখন তাঁরা পাঁচ ভাই।আর সবাই আলেম আলহামদুলিল্লাহ। শিক্ষা জীবন-ঃ কবি উমর বি'ন মুত্তালিব শিক্ষা জীবনের শুরু করেন গ্রামের মাদরাসা থেকে। পরবর্তী সময়ে নরসিংদী জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদরাসায় ভর্তি হোন।সেখানে একটানা কাফিয়া জামাত পর্যন্ত পর্যন্ত পড়ছেন আপন বড় ভাই মুফতি হুজাইফা আল-কাসিমের তত্ত্বাবধানে। আর বর্তমানে তিনি শেখেরচর জামিয়া ইসলামিয়া দারুল উলূম গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্স মাদ্রাসায় অধ্যায়নরত আছেন। মেশকাত জামাত। ব্যক্তিগত জীবন-ঃ কবি উমর বি'ন মুত্তালিব ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী, অমায়িক,স্পষ্টবাদী ও সংস্কৃতিকে লালন করেন মনে-প্রাণে। তাঁর কবিতা আর লেখা-লেখির ইচ্ছে ছোট কাল থেকেই। এ ছাড়া ছোট বেলা থেকেই সাহিত্য চর্চায় জড়িত ও নিবেদিত। কবির জীবনের শুরুতে দৈনিক খবর,মাসিক নকীব,বিভিন্ন পত্রিকায় লেখার মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি তাঁর লেখা কবিতাগুলো পান্ডুলিপি আকারে ডায়রীতে লিখে রাখেন। আর বর্তমানে তিনি কবিতার সাথে জড়িত থেকে নিয়মিত লিখে যাচ্ছেন।

উমর বিন মুত্তালিব এর বইসমূহ