Loading...
আজহার মাহমুদ
লেখকের জীবনী
আজহার মাহমুদ (Azhar Mahmud)

লেখক আজহার মাহমুদের জন্ম ১৯৯৮ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। ছোট থেকেই লেখালেখির অভ্যাস থাকলেও ২০১৭ সালে চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক “আজাদী” পত্রিকায় প্রকাশিত লেখার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে লেখালেখি শুরু করেন আজহার মাহমুদ। তার প্রবন্ধগ্রন্থ, প্রশান্তির পথ (২০১৯) খোলামেলা অনুভূতি (২০২০) এবং তৃতীয় চোখ (২০২১) নামক বই প্রকাশিত হয়েছে। তিনি নিয়মিত দেশের জাতীয়, স্থানীয় দৈনিক ও ম্যাগাজিনে কলাম, গল্প ও সাহিত্যের নানান বিষয়ে লিখে যাচ্ছেন। একজন লেখক হিসেবে তার লেখনির মাধ্যমে সবসময় দেশ ও দেশের মানুষের কথা বলতে চান তিনি। ব্যক্তিজীবনে বাবা-মা ও চার ভাইবোন নিয়ে চট্টগ্রামে বসবাস করেন তিনি।

আজহার মাহমুদ এর বইসমূহ