Loading...
সাইয়েদা আমাতুল্লাহ তাসনিম
লেখকের জীবনী
সাইয়েদা আমাতুল্লাহ তাসনিম (Sayeda Amatullah Tasnim)

সাইয়েদা আমাতুল্লাহ তাসনিম (১৯০৮ – ১৯৭৬ ই.) হলেন শায়খ হাকিম সাইয়েদ আবদুল হাই হাসানির রহ. কন্যা এবং আবুল হাসান আলী নদভির রহ. বড় বোন। লেখালেখির দিকে তার গভীর আগ্রহ ছিল। ১৯২৬ সালে চাচাতো ভাই আবুল খায়ের হাসানির রহ. সঙ্গে তার বিয়ে হয় এবং স্বামীর উৎসাহে তার সাহিত্য রচনায় আগ্রহ বেড়ে যায়। তিন সন্তানের মা হয়েছিলেন তিনি, সবাই শৈশবেই মারা যান। তার বড় ভাই ড. আব্দুল আলী হাসানির রহ. পরামর্শে তিনি ইমাম নববির রহ. ‘রিয়াযুস সালিহীন’ উর্দুতে অনুবাদ করেন ‘জাদে সফর’ শিরোনামে এবং তা ব্যাপক সমাদৃত হয়। তিনি ‘বাচ্চু কা কাসাসুল আম্বিয়া’ নামেও ৫ ভলিউমের একটি গ্রন্থ রচনা করেন। ‘দিয়ারে হাবিব স.’ নবিজির শানে একটি কাব্যও রচনা করেছেন। ছবির বইটি বেরিয়েছে ‘মাকতাবাতুল আফনান’ থেকে, ২০১৭ সালে।

সাইয়েদা আমাতুল্লাহ তাসনিম এর বইসমূহ