Loading...
দেব মজুমদার
লেখকের জীবনী
দেব মজুমদার (Dev Mazumder)

জন্ম ২৫ ডিসেম্বর ১৯৮৯, ফরিদপুর জেলার এক ছোট উপজেলা সালথায়। বড় হয়েছেন জেলা শহরে, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে বর্তমানে জেনারেল প্রাকটিশনার হিসেবে কর্মরত আছেন। তার প্রথম বই মেডিকেলে থাকা অবস্থায়, মানবদেহ নিয়ে দেব’স হিউম্যান এনাটমি, যা সাবলীলভাবে বিষয়বস্তু তুলে ধরায় প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীর ভেতর বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ছোটো থেকেই তার ভালো লাগে ছবি আঁকতে, বই পড়তে, তা সে যে-কোনো বই, বিশেষ করে যেগুলো কিছুটা ভিন্নধর্মী, মানব মনের রহস্যময়তা নিয়ে। আর এরই সূত্র ধরে আবির্ভাব ‘অনুরাগ শাস্ত্র’র, যা বলা যায় তার আগের বই ‘ত্রয়’এরই ধারাবাহিকতা, ও পূর্ণাংগ রূপ।