Loading...
মোহাম্মদ হারুন-উর-রশিদ
লেখকের জীবনী
মোহাম্মদ হারুন-উর-রশিদ (Mohammad Harun-Ur-Rashid)

মােহাম্মদ হারুন অর রশীদ জন্ম: মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর, সিরাজদিখান থানার টোল বাসাই গ্রাম। একাডেমিক শিক্ষা : রাষ্ট্রবিজ্ঞানে এম.এস.এস, এল.এল.বি। পেশা : অ্যাডভােকেট লেখক স্কুলজীবন থেকেই পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন। '৬৮, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলন সংগ্রামে লেখক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতাত্তোর লেখকের প্রথম একুশের সংকলন ‘রক্তাভাে বাংলা প্রকাশিত হয় ১৯৭২। সালে। সে বছরই লেখকের কয়েকটি কবিতা প্রকাশিত হয় বিভিন্ন লিটল ম্যাগাজিনে। লেখক একসময় ‘উচ্চারণ সহিত্যচক্র' নামক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ‘চর্চা' নামক একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। উচ্চারণ। সাহিত্যচক্র দেশের ২৮টি প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ছিলেন। লেখক জাতীয় মিডিয়া চ্যানেল আই’-এর ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে মুখপত্র ‘জনভাষ্য ২০০৮-এর একজন নিবন্ধকার নির্বাচিত হন। লেখকের গল্প, উপন্যাস, প্রবন্ধ, রাজনৈতিক ইতিহাস, কাব্যগ্রন্থ, শিশু সাহিত্য ইত্যাদি নিয়ে মােট ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে । লেখকের অপ্রকাশিত উপন্যাস ‘পাথর মানুষ’ ও ‘আমাজন জঙ্গলে ১২০ দিন। লেখক একজন একনিষ্ঠ আইনজীবি।