Loading...
ফিরোজ এহতেশাম
লেখকের জীবনী
ফিরোজ এহতেশাম (Feroj Ahatesham)

ফিরােজ এহতেশাম জন্ম ২৪ মে ১৯৭৭। বেড়ে ওঠা রংপুরে। পড়াশােনা করেছেন কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে। ১৯৯৪ সাল থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিন ও দৈনিক পত্রিকায় লেখালেখি শুরু। কবিতা, গান, গল্প, মঞ্চনাটক, প্রবন্ধ, ছড়াসহ নানান শাখায় লেখালেখি করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অস্ত্রে মাখিয়ে রাখাে মধু’ (সংবেদ, ফেব্রুয়ারি ২০১০)। পেশায় সাংবাদিক।

ফিরোজ এহতেশাম এর বইসমূহ