Loading...
হেলাল উদ্দিন আহমেদ
লেখকের জীবনী
হেলাল উদ্দিন আহমেদ (Helal Uddin Ahmed)

হেলাল উদ্দিন আহমেদ-এর জন্ম ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে ১৭ জুলাই ১৯৬০ সালে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক (সম্মান), ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ প্রােগ্রামে প্রথম স্থান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান থেকে উন্নয়ন অর্থনীতিতে এমফিল (সমমান) কোর্সে প্রথম স্থান, যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে জনপ্রশাসনে দুর্নীতিবিষয়ক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন । সিভিল সার্ভিসের সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত অবস্থায় ২০১৬ সালের আগস্টে ত্রিশ বছরের সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ঢাকা থেকে প্রকাশিত। সরকারি প্রকাশনা বাংলাদেশ কোয়ার্টারলি’ ও ‘নবারুণ’ পত্রিকা সম্পাদনা করেছেন। প্রকাশিত গ্রন্থ ১৫টি।

হেলাল উদ্দিন আহমেদ এর বইসমূহ