Loading...
মনিরুজ্জামান তুহিন
লেখকের জীবনী
মনিরুজ্জামান তুহিন (Monirujjaman Tuhin)

মনিরুজ্জামান তুহিন। পুরো নাম ‘মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া’। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। পেশায় একজন সিনিয়র গণমাধ্যমকর্মী। পত্রিকার মাধ্যমে তার সংবাদকর্মী হিসেবে চাকরি জীবন শুরু। একাধিক পত্রিকা, একাধিক টেলিভিশনে তিনি সংবাদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন এবং করছেন। তিনি একজন চিত্র পরিচালক, নাট্য নির্দেশক, বিজ্ঞাপনচিত্র নির্মাতা, ডকুফিল্ম ক্রিয়েটর, ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাতা এবং নাট্যকার। কবিতা, উপন্যাস, শিশুতোষ উপন্যাস, ছড়া, ছোট গল্প, নাটক, গান, ভ্রমণকাহিনি লেখার উপর তার দখল আছে। ২০০৭ থেকে নিয়মিতভাবে একুশের বইমেলায় তার এক, দু’টি কবিতার বই বা উপন্যাস প্রকাশিত হয়। তার লেখা প্রথম শিশুতোষ গ্রন্থ ‘এ বাগ’স লাইফ’ এবং উপন্যাস ‘চৈতি চাঁদের নিঃসঙ্গতা’। ছাত্র জীবন এবং পত্রিকায় চাকরির পাশাপাশি তিনি গ্রুপ থিয়েটারের সাথে জড়িত থেকে মঞ্চে বিভিন্ন নাটকের উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন এবং নাটক নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি চলচ্চিত্র, নাটক এবং বিজ্ঞাপন চিত্র নির্মাণে বিভিন্ন জ্যেষ্ঠ পরিচালকের সহকারী এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি টিভি নাটকের নাট্যকার এবং একক পরিচালক হিসেবে অনেক নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। সনামধন্য স্যাটেলাইট চ্যানেল আরটিভি’র নিউজ এন্ড কারেন্ট এ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা হিসেবে তার টেলিভিশন ক্যারিয়ার শুরু হয়েছিল। তারপর থেকে তিনি বেশ কিছু স্যাটেলাইট চ্যানেলের সংবাদ বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘rightwaynews24.com’ নিউজ পোর্টালের সম্পাদক এবং প্রকাশক। মনিরুজ্জামান তুহিন ১০ আগস্ট সাবেক ঢাকা এবং বর্তমানে নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁ থানার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা : সাহাবুদ্দিন ভূঁইয়া। মাতা : মোসা. জমরুদা আক্তার। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। সহধর্মিনী সোনিয়া রহমান, দু’মেয়ে ফাঈজা জামান এবং ফারিহা জামান’কে নিয়েই তার ব্যক্তিগত জীবন। তিনি সর্বশেষ জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএসসি (অনার্স) এবং এমএসসি পাশ করেছেন। তার লেখার মধ্যে ব্যতিক্রম লেখনির প্রাণ খুঁজে পাওয়া যায়। তাই আমি তার এ কাব্য গ্রন্থ “স্বপ্নজালে দুঃস্বপ্ন ” প্রকাশ করতে আগ্রহী হয়েছি। আশা করি পাঠক মহল এ কাব্য গ্রন্থটি সাদরে গ্রহণ করবেন এবং পুলকিত হবেন। -প্রকাশক

মনিরুজ্জামান তুহিন এর বইসমূহ