Loading...
ইউসুফ আরমান
লেখকের জীবনী
ইউসুফ আরমান (Yusuf Arman)

ইউসুফ আরমান পিতার নাম- আলহাজ্ব সরাফত আলী, মাতার নাম- আলহাজ্বা মাবিয়া খাতুন। জন্ম তারিখ ২৯/০২/১৯৮৮খ্রিঃ, স্থায়ী ঠিকানাঃ- রুহুল্ল্যা ডেবা, ০২ নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, টেকনাফ থানা। বর্তমান ঠিকানা- দক্ষিণ সাহিত্যিকাপল্লী, বিজিবি স্কুল সংলগ্ন রোড, ০৬ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর। আমি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি।<br> শিক্ষা জীবনঃ- জীবনের প্রথম ধাপে হেফজ বিভাগে ভর্তি হয়ে কুরাআনি হাফেজ হই। পরবর্তীতে মাদ্রাসা থেকে ২০০৩ সালে দাখিল পাশ করি। ২০০৫ সালে আলিম পাশ করি। ২০০৮ ফাজিল (ডিগ্রি) পাশ করি। ২০১০ সালে বি.এ অনার্স বা (স্নাতক সম্মান) এবং মাদ্রাসা থেকে কামিল (মাস্টার্স) পাশ করি। ২০১১ সালে এম.এ বা (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করি। চট্টগ্রাম সার্দান বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪-২০১৫ সেশনে এলএল.বি (স্নাতক পাস) অর্জন করি।

ইউসুফ আরমান এর বইসমূহ