Loading...
শিবলী কায়সার
লেখকের জীবনী
শিবলী কায়সার (Shibli Kaysar)

শিবলী কায়সার। জন্ম ১৯৮১ সালের ৩ জুন। ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্রতীরের শাঁখচূড়া গ্রামে, নানাবাড়িতে। বাবা মো. ওমর ফারুকী আজম ছিলেন সরকারি কলেজের অধ্যাপক। মা শাহান আরা বেগম রুপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক। স্ত্রী সামিরা সুলতানা অতিরিক্ত পুলিশ সুপার। দুই কন্যা নাওয়ারুম মাহ্নূর কায়সার এবং নাওয়ারুম মেহজাবিন কায়সার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ¯œাতক করেছেন তিনি। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এম.ইঞ্জ.। বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত। কবিতাচর্চা সেই নব্বইয়ের দশক থেকে। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিভিন্ন সময় তা ছাপাও হয়েছে ময়মনসিংহের দৈনিক ও সাহিত্য পত্রিকাতে। সেই সুবাদে সন্নিধানে এসেছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের। যুক্ত হয়েছিলেন সাহিত্য পত্রিকা ‘সূর্যসিঁড়ি’র সম্পাদকম-লীতেও। কবিতায় নিজেকে ভেঙে গড়ার চেষ্টায় প্রতিনিয়তই সচেষ্ট তিনি। নব্বইয়ের দশকে লেখা কবিতাগুলো একসময় অপাঙ্ক্তেয় মনে হয় নিজের কাছেই। শুরু হয় ভেঙে নতুন করে গড়ার কাজ। ২০১৫ সালের পর থেকে দেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক এবং সাহিত্যের কাগজে বেরোতে থাকে তাঁর নতুন কবিতা। সেই যাত্রা আজও অব্যাহত। ‘অদ্ভুত নাচপুতুল’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ।

শিবলী কায়সার এর বইসমূহ