জন্ম : ৪ঠা ফেব্রুয়ারি ১৯৭৬ ঢাকার সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে। পৈতৃক নিবাস বরিশাল। বাবা : মোঃ মনসুর আলী। মা: সুলতানা রাজিয়া। স্বামী : প্রফেসর ড. হারুন অর রশিদ। একমাত্র ছেলে মাহবুব জামান সিয়াম ও দুই মেয়ে কিসমা মাহজুবা মাটি, ইলমা তাসনুভা মন। এ, ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এস.এস.সি এবং মানিক মিয়া মহিলা কলেজ থেকে এইচ.এস.সি ও ব্রজমোহন বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তার সহজ সরল উচ্ছলতায় তিনি ছিলেন শিক্ষকদের মধ্যমনি। লেখালেখির পাশাপাশি আবৃত্তি, অভিনয়, বিতর্ক, নাচ, সঞ্চালনাসহ সকল বিষয়ে ছিলো তার জোরালো অবস্থান। ক্লাস সেভেন থেকেই তার লেখা কবিতা প্রথম আলো, দৈনিক দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্বনামধন্য পত্রিকায় প্রকাশ হতে থাকে। তার সম্পাদনায় প্রকাশিত প্রথম সংকলন বই ‘কবিতা কণ্ঠ’। তার বেশ কিছু যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘কাব্যের কবিতা’।