Loading...
ফারহানা ইলিয়াস তুলি
লেখকের জীবনী
ফারহানা ইলিয়াস তুলি (Farhana Iliyas Tuli)

ফারহানা ইলিয়াস তুলি কবি কালিক’ নামে একটি কবিতাপাতা সম্পাদনা করতেন। প্রকাশিত কাব্যগ্রন্থ, নেমে আসে সন্ধ্যার স্বর’ (১৯৯৯, বিদ্যাপ্রকাশ)। তার কবিতা ছাপা হয়েছে- প্রজন্মের সেতুবন্ধন’, ‘হৃদয় ছুয়ে যাক ভালােবাসায়’- কাব্যসংকলনে। লিখেন ছােটগল্পও। নিয়মিত লিখছেন বাংলাদেশ, কলকাতা, ইউরােপ, আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া থেকে প্রকাশিত সাহিত্যপত্র, অনলাইন, লিটলম্যাগাজিনে। । ‘পরাগায়নের পূর্বশর্ত’ তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। লেখালেখির জন্য পেয়েছেন- ‘কবিতাস্বজন প্রীতি সম্মাননা স্মারক’ (ইংল্যান্ড)। স্বামী কবি ফকির ইলিয়াস ও দু'কন্যা নাহিয়ান ইলিয়াস ও নাশরাত ইলিয়াস-কে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন নিউইয়র্কে।

ফারহানা ইলিয়াস তুলি এর বইসমূহ