Loading...
সাদিয়া আফরিন
লেখকের জীবনী
সাদিয়া আফরিন (Sadiya Afrin)

সাদিয়া আফরিন জন্ম ১৩ মে, গাইবান্ধা জেলায়। বাবার চাকরির সুবাদে চট্টগ্রামেই বেড়ে উঠা। বাবা বাংলার অধ্যাপক এবং পত্রিকার কলামিস্ট ছিলেন, কবিতাও লিখতেন। তাকে দেখেই ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ভালবাসা। টুকটাক লেখালিখি চলতে থাকে সেই থেকেই। মাঝখানে বিভিন্ন কারণে দীর্ঘ বিরতি। তারপর ২০১৭ সালে ফেসবুকে ছোট ছোট কবিতা দিয়ে আবার ফিরে আসা। বিভিন্ন অনলাইন গ্রুপে লেখালেখির পাশাপাশি বিভিন্ন সংকলন, পত্রিকা এবং ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। দহনদিনের জোছনাফুল তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। পারিবারিক জীবনে সেহরিন জাভেদ ও ফারহিন জাভেদ নামের দুই কন্যা সন্তানের জননী। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন- এর সহধর্মিণী।

সাদিয়া আফরিন এর বইসমূহ