Loading...
নাজিম ইসলাম পশি
লেখকের জীবনী
নাজিম ইসলাম পশি (Najim Islam Poshi)

নাজিম পশি, পুরাে নাম এস এম নাজিমুল ইসলাম; ডাক নাম পশি। জন্ম গােপালগঞ্জ জেলার পুখরিয়া গ্রামে। বাবার নাম মােঃ আলাউদ্দীন সরদার, মা নুরজাহান বেগম। কাগজেপত্রে জন্ম তারিখ ১০ জুন, ১৯৭০। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাইমারী স্কুলে। মাধ্যমিক কেটেছে পার্শ্ববর্তী গ্রাম ও ঢাকা শহরের চারটি হাইস্কুলে। হাজী খােরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়, মানিকহার, গােপালগঞ্জ থেকে মাধ্যমিক পাশ। উচ্চ মাধ্যমিক কেটেছে ঢাকা কলেজ, সরকারী বঙ্গবন্ধু কলেজ, গােপালগঞ্জ ও ঢাকা সিটি কলেজে। কখনাে বিজ্ঞান কখনাে মানবিক কখনাে বানিজ্য বিভাগের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের ছাত্র, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর্টস গ্রাজুয়েট; এনইউ বিএটির ইংরেজী সাহিত্যে মাস্টার্স। কর্মজীবনে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। বিসিএস আনসার ক্যাডারে কর্মজীবন শুরু। বর্তমানে সরকারের একজন উপসচিব হিসেবে কর্মরত।

নাজিম ইসলাম পশি এর বইসমূহ