কবি জামিনুর ইসলাম ১৯৮৭ সালে ৩১ ডিসেম্বর জামালপুর জেলা সরিষাবাড়ি থানা ভাটারা ইউনিয়ন পশ্চিম জয়নগর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ আঃ রহিম এবং মায়ের নাম আঙ্গুরী বেগম। সবুজ অরণ্যে পরিবেষ্টিত পশ্চিম জয়নগর গ্রামে প্রাকৃতিক পরিবেশে মায়াবী ছায়ায় বেড়ে উঠেছে। প্রকৃতির সাথে মানুষের বৈচিত্র্য জীবন একই রূপ এবং এর সৌন্দর্য রূপমা চিরস্মরণীয় ভাস্কর্য হতে পারে লেখনীয় দ্বারায় । " জল ছেঁড়া জল " তাঁর দ্বিতীয় কাব্য গ্রন্থ । অচিরেই আরও বই প্রকাশ্যে ব্যাপারে লেখক দৃঢ়ভাবে আশাবাদী । তিনি শৈশব থেকেই লেখালেখি মধ্যে অভ্যস্ত এবং আন্তরিকতার সাথে পরম মমতা দিয়ে তাঁর লেখা পাঠকের মনে ভালোবাসার জায়গায় দখল করে নিয়েছে।