Loading...
তসলিমা হাসান
লেখকের জীবনী
তসলিমা হাসান (Toslima Hasan)

কানাডা প্রবাসী বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসানের জন্ম বরিশাল শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা সেকেল উদ্দিন আকন এবং মাতা সুফিয়া আকন। স্বামী কবি, লেখক ইকবাল হাসান, এক কন্যা সন্তান বিজ্ঞানী শচী রহমান। শিক্ষাজীবনঃ বরিশাল সদর গার্লস স্কুল থেকে এস সি, বরিশাল ওমেনস কলেজ থেকে আই এস সি, সরকারী ব্রজমোহন থেকে অনার্স শেষ না হতেই বিবাহ বন্ধনে আবদ্ধ। সাহিত্য চর্চাঃ স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। ১৯৯০ সাল থেকে উওর আমেরিকা, কানাডা ও বাংলার প্রকাশিত সংবাদপত্র এবং ম্যাগাজিনে নিয়মিত লেখার সাথে যুক্ত আছেন। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর দুটো বই-নি:শব্দে নীশিতে, আঁধার কন্যা। বই দুইটি প্রকাশের পর তাঁর নাম-ডাক চারিদিকে ছড়িয়ে পড়ে । যা লেখককে আরো বেশি উৎসাহ দিয়েছে সাহিত্য চর্চায় । ২০২২ সালের বই মেলায় তাঁর কাব্যগ্রন্থ : কেউ কেউ কেবল কাঙাল হয়' প্রকাশিত হয়েছে, ঢাকা ও কলকাতা থেকে। 'প্রস্ফুটিতা' তাঁর তৃতীয় গল্পের বই। পেশাগত জীবনঃ ১৯৮০ সাল থেকে দেশের বাইরে আছেন। কানাডায় চাকরিরত আছেন। বিগত ত্রিশ বছর যাবৎ আমেরিকান একটি কোম্পানীতে চাকরি করছেন। কানাডার টরেন্টোতে পরিবারের সবার সাথেই বসবাস করছেন । শখঃ লেখালেখি, কবিতা, গল্প, পড়া, রবীন্দ্র সংগীত গাওয়া। আধুনিক গান শোনা কবিতা আবৃওি করা, ভ্রমণ। প্রিয় লেখকঃ রবীন্দ্রনাথ, কমল কুমার মজুমদার, সৈয়দ সামছুল হক, শামছুর রহমান, ডক্টর জ্যোতি প্রকাশ দও, ডক্টর পূরবী বসু, রাহাত খান, ফ্রান্স কাফকা, টেঁট হিউজ। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। তিনি সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের সম্মানীত উপদেষ্টা। পেশাগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও তিনি নিরলসভাবে সাহিত্য চর্চায় নিজেকে নিবেদিত রাখতে পেরেছেন। বাংলা ভাষা ও সাহিত্যকে দেশের বাহিরেও প্রসারে ভূমিকা রাখছেন।

তসলিমা হাসান এর বইসমূহ