Loading...
ড. প্রবীর প্রামাণিক
লেখকের জীবনী
ড. প্রবীর প্রামাণিক (Dr. Praveer Pramanik)

কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর নদীয়া জেলার লোকধর্ম ও তার সাহিত্য বিষয়ে পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন। প্রথমে শ্যামসুন্দর কলেজ ও পরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনায় যুক্ত হন। ইউ.জি.সি.-র অর্থানুকূল্যে “The Subaltern Religious Communities of Nadia : Origin, Evolution and Current State" বিষয়ে মেজর রিসার্চ প্রোজেক্টের কাজ করে প্রশংসিত হয়েছেন। বর্তমানে পথনাটক বিষয় নিয়ে ইউ.জি.সি. থেকে পোষ্ট ডক্টরাল ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। ড. প্রামাণিকের অনেক প্রবন্ধ ও গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো : ‘উনিশ ও বিশ শতকের নির্বাচিত প্রবন্ধকার’। সম্পাদিত গ্রন্থ : বাংলা শিশু ও কিশোর সাহিত্য : আধুনিক বিচার। প্রবন্ধ সংখ্যা : ৩৫।