অধ্যাপক ডা. সুধাংশু কুমার বল্লভ কর্মজীবনে ডা. এস কে বল্লভ নামে সমধিক পরিচিত। জন্ম ১৯৫৮ সালে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে। পিতা শ্রী উপেন্দ্র নাথ বল্লভ কর্মজীবনে রাজনীতি, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজসেবা মূলক কাজে নিয়োজিত ছিলেন। হারতা ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মাতা শ্রীমতি ফুলমালা বল্লভ, গৃহিণী। স্থানীয় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭২ সালে এসএসসি এবং বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে ১৯৭৪ সালে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালে নাক কান গলা রোগের চিকিৎসা ও গবেষণার জন্য গ্লাসগো রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সারজনস-এর ফেলোশিপ অর্জন করেন। তিনি কর্মজীবনে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসাবে সরকারি চাকুরিতে যোগ দেন এবং পরবর্তীতে বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যাপনার কর্মে নিয়োজিত ছিলেন। অবশেষে খুলনা মেডিকেল কলেজে নাক কান গলা বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসাবে কর্মরত থেকে ২০১৬ সালে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন ।