Loading...
মোনাজাতউদ্দিন
লেখকের জীবনী
মোনাজাতউদ্দিন (Monajatuddin)

মােনাজাতউদ্দিন দৈনিক সংবাদ-এর একজন সিনিয়র স্টাফ রিপাের্টার। তাঁর কর্মক্ষেত্র হলাে গ্রাম। তবে দীর্ঘদিন এ পেশায় থেকে তিনি দেশের বিভিন্ন শহরাঞ্চলেও কাজ করেছেন। সংবাদ কর্তৃপক্ষ তাঁকে দিয়েছেন মরহুম জহুর হােসেন চৌধুরী স্মৃতি স্বর্ণপদক, গ্রামভিত্তিক সিরিজ প্রতিবেদন কানসােনার মুখ’ লেখার জন্যে ফিলিপস্ পুরস্কার পেয়েছেন। ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ প্রযুক্তি চিন্তাযুক্ত প্রতিবেদনের জন্যে তাঁকে পুরস্কৃত করে। ওয়াশিংটনের পদ্মার ঢেউ বাংলা অনুষ্ঠান প্রচার কেন্দ্র, বগুড়া লেখক চক্রসহ বেশ কটি সংস্থা-সংগঠন তাঁকে সম্মানিত গ্রামীণ সাংবাদিকতায় নতুন চিন্তা ও পরীক্ষানিরীক্ষার জন্যে তিনি গতবছর 'অশােকা ফেলােশীপ লাভ করেন। তাঁর লেখা পথ থেকে পথে, কানসােনার মুখ, সংবাদ-নেপথ্য, পায়রাবন্দের শেকড় সংবাদ ও নিজস্ব রিপাের্ট বই পাঁচটি ইতিমধ্যে পাঠক মহলে সাড়া জাগিয়েছে।