Loading...
নীলা হারুন
লেখকের জীবনী
নীলা হারুন (Nila Harun)

জন্মঃ ২৩ অক্টোবর, ১৯৯৪ইং পিতাঃ মাে: হারুনুর রশিদ তালুকদার মাতাঃ রাশিদা আক্তার পূর্বপূরুষের নিবাস চাঁদপুর জেলায় হলেও চার ভাইবােনের মধ্যে সর্বজ্যেষ্ঠ লেখকের জন্ম এবং বেড়ে উঠা সিলেটের মায়াবী পরিবেশে। সিলেটের মাটির প্রতি তার অন্যরকম ভালােবাসা আছে। ছাপার অক্ষরে একাধিক পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হলেও অলীকালােকে তার প্রথম প্রকাশিত সম্পূর্ণ একক বই। এই বইয়ের সকল ঘটনাই কাল্পনিক, তাই কাল্পনিক জগত বােঝাতে বইটির এমন নামকরণ করেছেন তিনি। তার লেখা গল্পে ভারতের আসামে ‘মিসটেক' নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটি আন্তর্জাতিকভাবে বেশ সমাদৃত হয়েছে। ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে ঢাকা সিটি কলেজের মার্কেটিং বিভাগের অনার্স শেষ বর্ষে তিনি অধ্যয়ণরত।