Loading...
প্রফেসর মোঃ আব্দুল করিম
লেখকের জীবনী
প্রফেসর মোঃ আব্দুল করিম (Professor Md. Abdul Karim)

বিশিষ্ট ইতিহাস গবেষক ও গ্রন্থ রচয়িতা প্রফেসর মো. আব্দুল করিম ১৯৫১ খ্রিষ্টাব্দের ৩০ জুন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সিংগারুল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আয়েন উদ্দীন ও মাতা কাবেজান বিবি (উভয়ে মরহুম)। তিনি ১৯৬৭ খ্রিষ্টাব্দে ধামিইরহাটের ফার্সিপাড়া হাই স্কুল থেকে মাধ্যমিক, ১৯৬৯ খ্রিষ্টাব্দে জয়পুরহাট কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যথাক্রমে বি. এ সম্মান ও এম. এ পাস করেন এবং ১৯৭৪ খ্রিস্টাব্দে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে এল.এলবি পাস করেন। পরবর্তীতে ১৯৯৯ খ্রিস্টাব্দে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রী লাভ করেন। প্রফেসর করিম প্রথমে আইন পেশায় নিয়োজিত হন। অত:পর ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি তেকে কলেজে অধ্যাপনা শুরু করেন এবং কর্মব্যাপদেশে রাজশাহী শহরের কাজলায় স্থায়ী হন এবং ২০০৯ খ্রিস্টাব্দের ২৯ জুন রাশশাহী কলেজ তেকে প্রফেসর ও বিভাগীয় প্রধানের পদ তেকে অবসর গ্রহন করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটিতে ২০০৭ থেকে ২০১৪ পর‌্যন্ত খণ্ডকালীন অধ্যাপনা করেন। প্রফেসর করিম অধ্যাপনার পাশাপাশি গবেষণামূলক গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন এবং এখনও করছেন। তিনি বাংলার ইতিহাসের ওপর একজন নিবেদিতপ্রাণ গবেষক। দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর ৫০ এরও অধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আয়োজিত সেমিনার – মিম্পোজিয়ামে উপস্থাপিত হয়েছে তাঁর বেশ কিছু প্রবন্ধ। তিনি রাজশাহী বেতারের-বিশিষ্ট বেতার কথিকা রচয়িতা এবং কথক। তাঁর লিখিত ১৭টি গ্রন্থ প্রকাশিত হয়ে বাজারে চলছে। তাঁর বর্তমান গ্রন্থটি বিপুল তথ্যে মসৃদ্ধ এবং গবেষণামুলক রচনা।