Loading...
লতিফা চৌধুরী
লেখকের জীবনী
লতিফা চৌধুরী (Latifa Chowdhury)

জন্ম ১ জানুয়ারি ১৯৪৬ সালে ময়মনসিংহ জেলার জামালপুরের এক সুন্দর গ্রামে, নানা বাড়িতে। দাদার বাড়ি শেরপুরে। পিতা মরহুম খোন্দকার আবদুল হামিদ আজীবন সাংবাদিকতা করেছেন। মা মরহুমা জেবুন্নেসা হামিদ। সুযোগের অভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেননি, কিন্তু নিজের অদম্য ইচ্ছা আর চেষ্টায় তিনি যথেষ্ট আলোকিত একজন ভালো মানুষ ছিলেন। নিজের জীবনের অতৃপ্তিগুলোকে ছেলেমেয়েদের মধ্যে পূর্ণতা দেখতে চেয়েছিলেন। পাঁচ কন্যা ও এক পুত্র-সবাই মেধাবী, উচ্চশিক্ষিত ও জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত। বাবা-মায়ের সহযোগিতায় লতিফা চৌধুরী লেখাপড়ার পাশাপাশি গান-বাজনা, খেলাধুলা আর ছোট ছোট সামাজিক কাজে অংশ নিয়েছেন। ১৯৬০ সালে ম্যাট্রিক পাশ করে ইডেন কলেজ থেকে তিনি বিএ পাশ করেন এবং ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে মাস্টার্স করেন।