মেহেনীল তাসনিম জয়া ১৯৯৭ সালের ৪ই ডিসেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। বাবা ব্যাবসায়ী এবং মা গৃহিনী। বাবা-মা এর একমাত্র মেয়ে তিনি। ভাই বোন না থাকায় কৈশোর বয়সে বই ই ছিল তার একমাত্র প্রকৃত বন্ধু। বর্তমানে তিনি একটি মাল্টি-ন্যাশনাল শিপিং কোম্পানিতে হিউম্যান রিসোর্স প্রধান হিসেবে কর্মরত আছেন। বই পড়ার অভ্যাস থেকেই একসময় তিনি চারপাশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর বাস্তব ঘটনা ও কল্পকাহীনির সংমিশ্রনে লিখতে শুরু করেন সোশ্যাল মিডিয়াতে। পাঠকদের আগ্রহ ও অনুপ্রেরণার প্রতি সম্মান জানাতেই তার লেখালিখির জগতে পদার্পণ ঘটে। অন্তঃপুরের অন্তরালে ....... ধাচের উপন্যাসটি লেখিকার প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম।