Loading...
মিনহাজ উদ্দিন
লেখকের জীবনী
মিনহাজ উদ্দিন (Minhaj Uddin)

জীবন যুদ্ধের বাস্তবিক ধারার লেখক ‘মিনহাজ উদ্দিন’ পেশায় একজন হিসাবরক্ষক । জন্ম ১৯৯১ সালে চাঁদপুরে। চাঁদপুর সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করে কর্ম জীবন শুরু করেন মতলব দক্ষিনের ‘ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে’ খন্ডকালীন শিক্ষক হিসেবে। পেটের খোরাকে কর্মে নিয়োজিত থাকলেও মনের খোরাকে লিখে যাচ্ছেন অহরহ। লেখাকে তিনি নিয়েছেন নেশা হিসেবে। এ পর্যন্ত ৩টি গ্রন্থ তিনি রচনা করেছেন। তার প্রকাশিত প্রথম বই কাব্যগ্রন্থ ‘উত্তরণ’ দ্বিতীয় বই গল্পগ্রন্থ ‘জীবন যুদ্ধ’ এবং তৃতীয় বই কাব্যগ্রন্থ ‘মুসাফির’। বর্তমানে তিনি একজন জনপ্রিয় লেখক। লিঙ্কইন ও টুইটারেও তিনি রয়েছেন সক্রিয়। সমসাময়িক বাস্তবিক কথা তুলে ধরে বিভিন্ন লেখা তিনি লিখে যাচ্ছেন। তার কথা ও কবিতায় ফুটে উঠে বাস্তবতার কথা। নির্যাতিত মানুষের কথা। এছাড়াও তার নেশায় রয়েছে সামাজিক ও মানবিক কাজ করা। এজন্য ব্যাচভিত্তিক সংগঠন ‘০৬০৮ ফাউন্ডেশন’ এর একজন গর্বিত সংক্রিয় সদস্য। বর্তমানে তিনি মোল্লাহ ফ্রুটস লিমিটেড এর ‘ফরেইন ম্যানেজার’ হিসেবে কর্মরত রয়েছেন।