Loading...
শফিক আশরাফ
লেখকের জীবনী
শফিক আশরাফ (Shafiq Ashraf)

সার্টিফিকেট নাম শফিকুর রহমান। জন্ম উত্তাল একাত্তরের ৬ আগস্ট, টাঙ্গাইল জেলার কালিহাতী থানার নিজগ্রাম সিঙ্গাইরের অদূরবর্তী কাজিবাড়ি গ্রামের শেওড়াতলা কবরস্থানে। ১৯৯০ সালে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ময়মনসিংহের প্রখ্যাত আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে মানবিক বিদ্যা শাখায় উর্ত্তীণ হন ১৯৯২ সালে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে থেকে স্নাতক সম্মান এবং এম.এ তে সাফল্যের সাথে ১ম স্থান অধিকার করেন; ইনস্টিটিউট অব বাংলাদেশে স্টাডিজ (আইবিএস) থেকে পি-এইচ.ডি ডিগ্রি অর্জন করেন ২০০৮ সালে। কবি শামীম নওরোজ, ফারুক আকন্দ এবং শফিক আশরাফ এই তিন বন্ধু মিলে চিহ্ন ছোটকাগজ বের করেন ২০০০ সালে। পরবর্তীতে এই পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে চিহ্ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা পেয়েছে এবং এটি বাংলাদেশের খ্যাতনামা ছোটকাগজ। প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক শিমুল মাহমুদ সম্পাদিত কারুজ পত্রিকার সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর পি-এইচ.ডি গবেষণা কর্মটি বাংলা একাডেমি বাংলাদেশের গ্রাম ভিত্তিক ছোটগল্পে জীবন, সমাজ ও সংস্কৃতি (১৯৪৭-২০০০) শিরোনামে গ্রন্থাকারে প্রকাশ করে ২০১৩ সালে। কালের কণ্ঠ পত্রিকায় নিয়মিত কলাম লেখক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।