Loading...
বিলকিস সুলতানা
লেখকের জীবনী
বিলকিস সুলতানা (Bilkis Sultana)

জন্ম ১৯শে সেপ্টেম্বর, বাবা ছিলেন সরকারী বিদ্যালয়ের শিক্ষক, তাঁর সাথে সাথে শৈশব-কৈশাের কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। পিরােজপুর সরকারী বালিকা বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসিতে প্রথম বিভাগে, ঝালকাঠী মহিলা কলেজ থেকে এইচএসসিতে মানবিক বিভাগে বাের্ডে মেধা তালিকায় স্থান পান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করে এক বছর আইন পেশায় নিয়ােজিত ছিলেন। চাকরি জীবনে ১৯৯৮ সালে জনতা ব্যাংক লি.-এ প্রবেশনারি অফিসার হিসাবে যােগদান করে বর্তমানে প্রধান কার্যালয়ের ল ডিপার্টমেন্টে ফার্স্ট অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জননী। স্বামী পল্লীবিদ্যুতায়ন বাের্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন। কলেজ জীবন থেকে লেখালেখি শুরু। তখন থেকেই স্থানীয় ম্যাগাজিন, দৈনিক পত্রিকায় কবিতা ছাপা হয়। বাবা-মা দুজনেই লেখালেখির সাথে জড়িত ছিলেন। তাঁদের কাছ থেকেই লেখালেখির অনুপ্রেরণা, বর্তমানে ছােট মেয়ে জুয়াইরিয়ার অনুপ্রেরণায় এবারের কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ বিষন্ন রােদ মায়াবী ছায়া থেকে ২০১১ সালে প্রকাশিত হয়েছে। বর্তমানে বিভিন্ন দৈনিক পত্রিকাসহ মাসিক, ত্রৈমাসিক মাগাজিনে তার কবিতা প্রকাশিত হচ্ছে। তার কবিতায় উঠে এসেছে ব্যক্তিগত সুখ-দু:খ, পারিপার্শ্বিক জীবনাচার, চাওয়া-পাওয়ার ও মানুষের বিশেষ করে নারী হৃদয়ের এক অন্তর্গত জীবন-বােধ।

বিলকিস সুলতানা এর বইসমূহ