মুশফিকা আক্তার মিশু । পিতার নাম মাহবুবুর রহমান । মাতার নাম আঞ্জুমান আরা রহমান। জন্ম ১৯৯২ সালের ১৭ই জুন। জন্ম ও পৈতিক নিবাস বগুড়া জেলায় হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকার অদূরে গাজীপুর জেলায়। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখালিখির শুরুটা হয় শখের বসে। স্কুল কলেজে অনিয়মিত লেখালিখি করেন এবং ইউনিভার্সিটি থেকে নিয়মিত লেখালিখি করেন। এক সময়ের ডায়েরির ভাঁজে লেখাগুলো স্থান পায় বইয়ের পাতায়। এই পর্যন্ত কাব্য কথা, জ্যোত্স্না স্নাত জোনাকির আলো, কুয়াশা মাখা ভোর এই ৩টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কয়েকটি অনলাইন সাহিত্য পত্রিকায় অবসরে লেখালিখি করেন এবং ‘শেষের খুব কাছে' গল্পটির মধ্যে দিয়ে একক ভাবে লেখার জগতে নবাগত লেখিকা হিসেবে পদার্পণ করতে যাচ্ছেন। পরিচিতির জন্য না, মনের খুশির জন্য মনের খোরাক যোগাতে লেখালিখি করেন। তবে শৌখিন লেখক হলেও, জীবনের পথচলা থেকে লব্ধ অভিজ্ঞতা এবং জীবন দর্শনের কথাও তুলে আনতে চান তার লেখায় ৷ লেখিকার ভাষায়; ‘যা কিছু দেখি, তার কিছুটা মনের গভীরে নিয়ে নিজের উপলব্ধি ও চিন্তা ভাবনার সংমিশ্রণ ঘটাই কলমের কালিতে।'