Loading...
রুবাইদা গুলশান
লেখকের জীবনী
রুবাইদা গুলশান (Rubayda Gulsan)

রুবাইদা গুলশান। বর্তমান সময়ের কবিতা ও কথাসাহিত্যে উজ্জ্বল একটি নাম। উজ্জ্বল এক ব্যক্তিত্ব। উদার, পরিশীলিত মানসজগত নির্মাণের এক নান্দনিক কারিগর। অনাড়ম্বর কর্মকুশলী, সব্যসাচী এক নারী। নাগরিক জীবনের হলাহলকে দূরে ঠেলে আপন স্বপ্নের মিছিলে হেঁটে চলেছেন। সৃষ্টির মাঝেই খুঁজে বেড়ান স্রষ্টার মহতুকে। ভালোবাসেন প্রকৃতি ও সৃষ্টিশীল জগতকে। লিখছেন স্কুলজীবন থেকে। একসময়ে ব্লগে লিখতেন। ২০১৫ সালে কয়েকটি অনলাই পোর্টালে গুলশানে রোজ নামে কিছু কবিতা প্রকাশ করেন। ভাষাশহীদ শফিউর রহমানের জীবনকর্ম নিয়ে ২০১৬ সালে প্রকাশিত হয়। তাঁর প্রথম উপন্যাস 'অন্তরালের বর্ণফুল। ২০১৭ সালে কাব্যগ্রন্থ 'বিভ্রমে নীলাম্বরী' এবং ২০১৮ সালে গল্পগ্রন্থ ‘সেফটিপিন' প্রকাশিত হয়। এই বইটির জন্য তিনি ২০১৮ সালে নজরুল একাডেমী শেখ ফজলল করীম সাহিত্য সম্মাননা পেয়েছেন। ২০১৯ সালে প্রকাশিত হয়। ছোট গল্পের বই 'অরণ্যের গুঞ্জন'। এই বছরে তিনি ঢাকার আসওয়াম ফাউন্ডেশন সম্মাননা লাভ করেন। রুবাইদার জন্ম ঠাকুরগাঁওয়ে। পৈতৃক নিবাস যশোরে। পিতা আতাউর রহমান বিজিবির অবসরপ্রাপ্ত কোম্পানি কমান্ডার । বীর মুক্তিযোদ্ধা। ব্যক্তিগত জীবনে রুবাইদা ২ সন্তানের জননী। স্বামী মোঃ গোলাম সারোয়ার চিকিৎসক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর রুবাইদা গুলশান বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে কর্মরত।