Loading...
হামীম কামরুল হক
লেখকের জীবনী
হামীম কামরুল হক (Hamim Kamrul Haque)

জন্ম ২২ জানুয়ারি ১৯৭৩। লেখালেখি করছেন নব্বই দশকের দ্বিতীয়ার্ধ থেকে। লিখে চলেছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনা; করেছেন অনুবাদ ও গবেষণামূলক কাজও। এখন পর্যন্ত প্রকাশিত বই ৭টি। ২০০৭ সালে রাত্রি এখনো যৌবনে উপন্যাসের পাণ্ডুলিপির জন্য পেয়েছিলেন ‘কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার’। জীবনের বিচিত্র বিভঙ্গের প্রতি আগ্রহের কোনো সীমা-পরিসীমা নেই তাঁর। বিশ্বাস করেন, ভালোবাসাই হলো জগতের সমস্ত প্রশ্ন, সমস্যা ও সংকটের একমাত্র উত্তর। তিনি বাংলাদেশ নৌবাহিনী উচ্চবিদ্যালয় চট্টগ্রাম থেকে প্রাথমিক, সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পার হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর; পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয়েরই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ‘তুলনামূলক নাট্যতত্ত্বে’ পিএইচডি অর্জন করেছেন।