হামদুল্লাহ লাবীব । জন্ম ময়মনসিংহে । ১৯৯৪ সালে । শিক্ষাজীবন কেটেছে ঢাকাতেই—হিফযুল কুরআন (২০০৭) , দাওরায়ে হাদিস (২০১৭) এবং তাখাসসুস ফিল ফিকহ (২০১৮) । বর্তমানে জামিয়াতুল মুহাজিরীন আল-ইসলামিয়া, দক্ষিণখান -এ শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করছেন । তার বেশ কয়েকটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এর মধ্যে সারা বছর প্রতিদিন নবীজীর গল্প , দুআ যদি পেতে চাও , সফরের প্রামাণ্য মাসাইল, হজ ও উমরার প্রামাণ্য মাসাইল, ফেসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক, এবং একজন মুসলিমের ঈমান উল্লেখযোগ্য ।