Loading...
বাউল সাজু
লেখকের জীবনী
বাউল সাজু (Baul Saju)

বাউল সাজু একজন সামাজিক অসঙ্গতিকে তুলে ধরার অঙ্গিকার নিয়ে লেখিলেখি শুরু করেন। তার পোষাকি নাম মোঃ শাহজালাল। বিক্রমপুর খ্যাত ছোট্ট জেলা মুন্সিগঞ্জ। সে জেলার সিরাজদিখান উপজেলার চরাঞ্চল হিসেবে পরিচিত বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচরে তিনি জন্মগ্রহণ করেন। অত্যন্ত সাধারণ পরিবারে ১৯৭০ সালের অক্টোবর মাসের পহেলা তারিখে তার জন্ম হয়। পিতা মাতার একমাত্র সন্তান হিসেবে দুরন্তপনার মাধ্যমে ধলেশ্বরী নদীতে ঝাঁপাঝাপি করে তার শৈশব কৈশোর কাটে। জীবন ও জীবিকার প্রয়োজনে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে পড়াশোনা কোন রকমে শেষ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। চাকরির ব্যস্ততা তাকে লেখালেখি থেকে কিছুটা দূরে সরিয়ে নেয়। কিছুটা থিতু হয়ে আবার লেখালেখির জগতে ফিরে আসেন। নানা টানাপোড়েন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। উত্তরসূরির উত্তাপ, স্বাধীনতার হাহাকার, মেঘ নামে আমার শহরে, বাবা, তোমাকে ভালোবাসি এবং কাকেদের গান উপন্যাসের জনক।

বাউল সাজু এর বইসমূহ