Loading...
মোহাম্মদ আবুবকর সিদ্দিক
লেখকের জীবনী
মোহাম্মদ আবুবকর সিদ্দিক (Mohammad Abubakor Siddiqui)

মােঃ আবুবকর সিদ্দিক ৫ সেপ্টেম্বর ১৯৭৫ সালে কিশােরগঞ্জ জেলার জামশাইট মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চার ভাই তিন বােনের মধ্যে তিনি সবার ছােট। কিশাের বয়সে ৫ম শ্রেণিতে পড়ার সময় স্বরচিত কবিতা আবৃত্তি করে শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি সেনাবার্তা বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ও শান্তিরক্ষী জাতিসংঘ সদরদপ্তরে ‘প্রবাসে ও তুমি বাংলায় নিজের লেখা কবিতা আবৃত্তি করে জাতিসংঘ সনদসহ বাঙালি জাতির মান উঁচু করেন। তিনি ফ্রান্স, পূর্ব তিমুর, ঘানা ও আইভরিকোস্ট আবিদজানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি দুই হন অতু ও তাসিনের বাবা।