Loading...
মাসুদ পারভেজ
লেখকের জীবনী
মাসুদ পারভেজ (Masud Parvej)

মাসুদ পারভেজ এর জন্ম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম হাজার বিঘা গ্রামে। তাঁর পিতার নাম আব্দুল নূর এবং মাতা খুরশিদা বেগম। টংকাবতীপুত্র মাসুদ পার‌ভেজ ইতোমধ্যে কবি হিশেবে ব্যাপক সুখ‌্যা‌তি অর্জন করেছেন। মূলধারার জাতীয় দৈনিক এবং সাহিত্য সাময়িকীসমূ‌হে তাঁর অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে কবি মাসুদ পারভেজের প্রকাশিত 'অবেলা' কাব্যগ্রন্থ কবিতাপিপাষু মননে ব‌্যাপক আলোড়ন সৃষ্টি করে। গ্রন্থটির শৈল্পিক ব‌্যঞ্জনা ও কাব্যিক আবেদনের কারণে জিতে নিয়েছেন 'বাসাসপ সম্মাননা - ২০১৯'। ২০২২ বই‌মেলায় টু`লাইনার ক‌বিতা নি‌য়ে প্রকা‌শিত হ‌য়ে‌ছে তাঁর দ্বিতীয় কাব‌্যগ্রন্থ 'দু'পঙক্তি', যা ক‌বি হি‌শে‌বে মাসুদ পার‌ভে‌জ এর প‌রি‌চি‌তি‌কে ব‌্যাপক আ‌লো‌চিত ও জন‌প্রিয় ক‌রে তো‌লে। `‌তোমা‌রে লইয়া বিপদ` গ্রন্থ‌টি মাসুদ পার‌ভেজ এর তৃতীয় কাব‌্যগ্রন্থ। এই কাব‌্যগ্রন্থের অ‌ধিকাংশ ক‌বিতাই রাজ‌নৈ‌তিক ক‌বিতা। রাজনী‌তি স‌চেতন ক‌বিতার ফাঁ‌কে ফাঁ‌কে প্রেমিক হৃদ‌য়ের অ‌স্থির ভাবব‌্যঞ্জনা এই গ্রন্থের ক‌বিতাগু‌লো‌কে অমর প্রেমকা‌ব্যে প‌রিণত ক‌রে‌ছে। ক‌বিতার পর‌তে পর‌তে র‌য়ে‌ছে পরম মমতার ছাপ, অস‌ত্যের বিরু‌দ্ধে ক্ষোভ-‌দ্রো‌হের অনল‌মিশ্রণ, আ‌ছে নিপুন নির্মাণ‌শৈলী ও উপমা -প্রতী‌কের অনন‌্য সমাহার। শৈ‌ল্পিক বি‌বেচনায় মাসুদ পার‌ভেজ এর সৃ‌ষ্টিসম্ভার তা‌কে নি‌য়ে যা‌বে দূর-বহুদূর।