Loading...
তানভীর আহমেদ সৃজন
লেখকের জীবনী
তানভীর আহমেদ সৃজন (Tanvir Ahmed Srijon)

পুরো নাম দেওয়ান তানভীর আহমেদ সৃজন। জন্ম ১৯৯৪ সালের ২১শে সেপ্টেম্বর ঢাকায়। বেড়ে ওঠা শরীয়তপুর জেলার একটি মফস্বল শহরে। লেখালেখি করেন স্কুলজীবন থেকেই। তার লেখা প্রথম ছোটগল্প "দৈনিক ভূত সমাচার" প্রকাশিত হয় প্রথম আলোর সাপ্তাহিক ক্রোরপত্র রস+আলো তে ২০০৯ সালে। এর পরের বছর ২০১০ সালে তার লেখা রম্যগল্প "মুহম্মদ জাফর ইকবাল ও স্পেসশিপ" ছাপা হয় রস+আলোর একটি পাঠক সংখ্যায়। তারপর ২০১২ সাল পর্যন্ত এই লেখকের লেখা আরো বেশ কিছু রম্যগল্প প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকায়। ২০১২-২০১৩ সাল থেকে তিনি দেওয়ান তানভীর আহমেদ নামে ব্লগিং শুরু করেন এবং এখনও বিভিন্ন ব্লগে নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য কিছু লেখা- ছোটগল্প: "দৈনিক ভূত সমাচার"(রম্য), "মুহম্মদ জাফর ইকবাল ও স্পেসশিপ"(রম্য), "যুদ্ধ আজও শেষ হয় নি"(মুক্তিযুদ্ধভিত্তিক), "ছমিরন বিবির বিচার"(মুক্তিযুদ্ধভিত্তিক), "আশ্চর্য প্রদীপ"(থ্রিলার), "ক্রিটন"(সায়েন্স ফিকশন), "অশরীরী"(হরর/রোমান্টিক); কবিতা: "গেরিলা ১৯৭১", "শাহবাগের সেই নষ্ট ছেলে", "ভুলে যাও একাত্তর", "আমি জানি না", "বাস্তবতা"; প্রবন্ধ: ”হীরক রাজার দেশে-আপগ্রেডেড”, ”পাকিস্তানের বর্বরতা ও ভূলুণ্ঠিত মানবতা”, "শিখণ্ডী কথা", "হাইপেশিয়া-একজন বিপ্লবী নারী বিজ্ঞানী", "আপেক্ষিকতা তত্ত্ব", "পদার্থ ও প্রতি-পদার্থ এবং রহস্যময় পদার্থবিজ্ঞান" ইত্যাদি। এখন পর্যন্ত তার প্রকাশিত বই: "রু"(সায়েন্স ফিকশন), "প্রজেক্ট পাই"(সায়েন্স ফিকশন).... লেখক তানভীর আহমেদ সৃজন বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন।