Loading...
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার
লেখকের জীবনী
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার (Bhuiyan Mohammad Iftekhar)

সাহিত্য বরাবরই টানত তাকে। কিন্তু তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষার মারপ্যাচে পড়াশোনাকেই গুরুত্ব দিতে হত বেশি। স্বপ্নটা তাই শখের বৃত্তেই বন্দী হয়ে ছিল দীর্ঘসময়। তারপর একদিন আসে সেই মাহেন্দ্রক্ষণ... 'গোলকধাঁধা' নামের উপন্যাসিকা দিয়ে লেখক জীবনের যাত্রা শুরু হয় ভূঁইয়া মোহাম্মদ ইফতেখারের। সেটা ছিল ২০১৮ সাল। এরপর ২০২১ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় গ্রন্থ 'অন্তর্নিহিত'৷ সবশেষ ২০২২ সালে প্রকাশিত হয়েছে তার রোমাঞ্চ ও রোম্যান্সের মিশেলে এক অনন্য কাহিনী "'যোজনান্তর"। পেশাগত জীবনে সংবাদ উপস্থাপক ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার কাজ করেছেন এশিয়ান ও বৈশাখী টিলিভিশনে। বর্তমানে একই পেশায় যুক্ত আছেন দীপ্ত টেলিভিশনে।

ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার এর বইসমূহ